ফের বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১ পিএম

বেগম খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির পক্ষে সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল, যা বাড়ানো হচ্ছে আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে নির্বাহী আদেশে গত ২৫ মার্চ থেকে ৬ মাসের সাময়িক মুক্তি দেয় সরকার।

উল্লেখ্য, ২০০৮ সালের জিয়ার চ্যারিটেবল ট্রাস্টের মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। পরে হাইকোর্ট থেকে সাজা আরও বেড়ে হয় ১০ বছর। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত হলে মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: