নায়িকাকে প্রাণনাশের হুমকি ও ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি এমপিপুত্রের

ঢালিউডের নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়ার ব্যক্তিগত ভিডিও, ছবি ভাইরাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রাক্তন সংসদ সদস্যর ছেলের বিরুদ্ধে। আজ বুধবার সালওয়া তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘সিলেটের অতি স্বনামধন্য নবাব পরিবারের সন্তান প্রাক্তন সংসদ সদস্য নবাব আলি আব্বাস আলী খানের পুত্র নবাব আলি হাসিব খান আমাকে উপর্যুপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমার কোনো ক্ষতি হলে তিনি দায়ী থাকবেন।’
কিছুক্ষণ পর পোস্টটি মুছে দিলেও এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সালওয়া বলেন, ‘হুমকি আমি পাচ্ছি আমার সিনেমা মুক্তির আগে থেকে। আমাদের মধ্যে সম্পর্ক ছিল। আমি যখন সম্পর্ক রাখতে চাইনি, তখনই সে হুমকি দেয়া শুরু করেছে। তার কাছে নকি আমার বিশেষ ভিডিও ফুটেজ, স্টিল ছবি আছে। সেগুলো সে ভাইরাল করে দিবে।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে তার সঙ্গে থাকতে হবে, যদি আমি তার সঙ্গে না থাকি, তাহলে সে আমাকে মেরে ফেলবে। যেহেতু আমরা একটা সম্পর্কে ছিলাম, রিলেশনে থাকলে ব্যক্তিগত অনেক কিছুই থাকে। এখন সে আমাকে কন্টিনিউয়াস হুমকি দিয়ে যাচ্ছে যে, আমি যদি তার সঙ্গে না থাকি তাহলে সেগুলো সে পাবলিক করে দেবে এবং ভাইরাল করে দেবে।’
সালওয়া জানান, নবাব আলি হাসিব খানের সঙ্গে তার সম্পর্ক হয় বছরখানেক আগে। দুই পরিবারই অবগত ছিল তাদের প্রেম সম্পর্কে। এই সম্পর্কের ইতি ঘটে ছয়মাস আগে। তারপর থেকেই হুমকি-ধামকি চরম পর্যায়ে ওঠে বলে জানান সালওয়া। এ বিষয়ে আলি হাসিবের পরিবারকে অবগত করলেও কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: