নড়াগাতীতে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫ পিএম

নড়াইলের নড়াগাতীতে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন। নড়াগাতী থানা পুলিশের আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় থানার সকল ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযুদ্ধা ও মন্দির ভিত্তিক পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রনব কুমার সরকারের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সাদিরা খাতুন নড়াগাতীতে মাদক, জুয়া ও ইভটিজিং নির্মুলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকা উল্লেখ পূর্বক থানাকে সাধারণ মানুষের আস্থার আশ্রয় স্থল হিসাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পালনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। পরিশেষে থানা কম্পাউন্ডে গাছের চারা রোপন ও পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন সাদিরা খাতুন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: