ফুটবলারদের ব্যাগের তালা ভাঙা, লাখ টাকা চুরি

সদ্যই নেপাল থেকে সাফ চ্যাম্পিয়ন হয়ে ফেরা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বিমানবন্দরে তাঁদের অনেকের লাগেজ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে জানা গেছে।
নারী দলের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও শামসুন্নাহার সিনিয়রের। ফাইনালে ২ গোল করা কৃষ্ণা ও সানজিদার একসঙ্গে প্রায় দেড় লাখ টাকা চুরি হয়েছে। আর শামসুন্নাহারের চুরি হয়েছে প্রায় ৪২ হাজার টাকা। এ ছাড়া আরও অনেকের ব্যাগ ও লাগেজ থেকে কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার তহুরা খাতুন।
তহুরা বলেছেন, ‘কৃষ্ণা ও সানজিদার একসঙ্গে প্রায় ৯৫ হাজার টাকা ছিল। এ ছাড়া কৃষ্ণার ব্যক্তিগত ৫০ হাজার টাকাও চুরি হয়েছে। আর শামসুন্নাহার সিনিয়রের ৪২ হাজার টাকা চুরি হয়েছে। আর অন্যান্যদের ব্যাগ ও লাগেজের চেইনগুলো নষ্ট করে দিয়েছে।’
টাকা চুরির বিষয়ে শামসুন্নাহার বলেছেন, ‘আমার লাগেজ থেকে ৪২ হাজার টাকা চুরি হয়েছে। এটা অবাক করার মতো এক ঘটনা। এর আগে এমনটি কখনো ঘটেনি।’
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: