চাঁপাইনবাবগঞ্জে সাদা ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩১ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জে নতুন ধরনের সাদা ইয়াবাসহ এক মাদক চোরাচালানকারীকে আটক করেছে র‍্যাব। মায়ানমার থেকে টেকনাফ ও চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন রুট ব্যবহার করে ছড়িয়ে পড়া বিশেষ ও নতুন ধরনের এসব ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের হাউসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাঠ থেকে নতুন ধরনের সাদা ইয়াবাসহ মোট ২৩'শ ১৫ পিস ইয়াবা উদ্বার করে। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

আটক ব্যক্তি মাদক চোরাচালানকারী শিবগঞ্জ উপজেলার উজিরপুর ডাকাতপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে বাবলু হোসেন। র‍্যাব তার কাছ থেকে মোট ২৩১৫ পিস ইয়াবা উদ্বার করে। এর মধ্যে নতুন ধরনের সাদা ইয়াবা রয়েছে ৫৭৫ পিস।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্বার করা হয়েছে। এসময় হাতেনাতে ২৩১৫ পিস ইয়াবাসহ একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও একটি মেমোরি জব্দ করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞসাবাদে আটককৃত মাদক চোরাচালানকারী বাবলু জানান, নতুন ধরনের সাদা ইয়াবা ট্যাবলেটগুলো মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখ এড়াতে মায়ানমার থেকে টেকনাফ-চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন রুট ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: