দুটি কালো ডিম পাড়া পাতিহাঁস দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা

আরিফ হোসেন, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে একটি দেশি পাতিহাঁস ২টি কালো ডিম পেড়েছে। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে হাঁস ও ডিম দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুখ জনতা। তবে শুক্রবার হাঁসটি ডিম পাড়েনি।
উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দাসকান্দি গ্রামের মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালিত একটি হাঁস বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ধরে কালো রংয়ের ডিম পাড়ছে। তবে কি কারণে এমনটি হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারছে না প্রাণি সম্পদ অধিদপ্তর।
তাসলিমা জানান, ৮ মাস আগে স্থানীয় ফেরিওয়ালার থেকে তাসলিমা বেগম ১৭ টি হাসের বাচ্চা ক্রয় করেন। এরপর ৬টি বাচ্চা মারা গেলে অবশিষ্ট ১১ টি হাঁস লালন পালন করেন তিনি। বুধবার সকালে ঘুম থেকে উঠে হাঁসের খামারে গিয়ে দেখেন একটি কালো রংয়ের ডিম পেড়েছে হাঁসটি। একইভাবে বৃহস্পতিবার আরেকটি কালো ডিম দেয় হাঁসটি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তার বাড়িতে ভিড় জমান। ছুটে আসেন প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারাও।
তাসলিম স্বামী আবদুল মতিন জানান, এ হাঁসটির বসয় ৮ মাস, হঠাৎ বুধবার সকালে খামারে গিয়ে দেখি একটি কালো রংয়ের ডিম পেড়েছে। ডিমটা আমার কাছে অস্বাভাবিক মনে হলে আমি ডিমটিকে ধুয়ে পরিস্কার করলেও কালো রয়ে যায়। প্রথমে আমি ভয় পেয়ে গেছি। তার পরের দিন হাঁশটি আরও একটি কালো ডিম দেয়। এতে আমাদের ভেতরে কৌতুহল জাগে। খবর পেয়ে উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা আসে। ধারাবাহিক ভাবে ডিম পাড়লে তাদেরকে জানানোর জন্য বলেন প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা।
তিনি আরও জানান, আজ (শুক্রবার) এ হাঁসটি ডিম পাড়েনি। একটি হাঁস সাদা ডিম পাড়ে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কালো ডিম পাড়ে এইটা প্রথম দেখলাম।
এ ব্যাপারে চরফ্যাসন উপজেলা প্রাণি সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মো. আব্দুল আহাদ জানান, একটি হাঁসের কালো রংয়ের ডিম পাড়ার এমন ঘটনা শুনে সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাতদিন যদি এই ভাবে ডিম পাড়ে তাহলে ডিম নিয়ে গবেষণাগারে পাঠাতে হবে। হাঁস মালিককে আশ্বাস দিয়েছি ভয়ের কোন কারণ নাই।
তিনি আরও জানান, খাদ্য গ্রহণের সাথে হাঁস যদি রং খেয়ে ফেলে তাহলেও এমনটি হতে পারে। তবে যাই হোক না কেন পরীক্ষা ছাড়া আপাতত কিছুই বলা যাচ্ছে না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: