ছাত্রলীগের রাকিব হত্যার তিন আসামি ৪৮ ঘণ্টার মধ্যে র‍্যাবের জালে

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩২ পিএম

নারায়নগঞ্জের রূপগঞ্জে সংঘঠিত চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী মোঃ রাকিব হোসেন (১৮) হত্যা মামলার পলাতক প্রধান ০৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার রাত পৌঁনে বারোটার দিকে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এবং র‌্যাব-১৫ এর সহায়তায় অভিযুক্ত দেলোয়ার (৪০), সজিব মিয়া (২২) ও মো. রুবেল হোসেন (৩৮)কে গ্রেফতার করে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে দেলোয়ার, সজিব মিয়া ও মো. রুবেল হোসেন (৩৮) সহ অন্যান্য আসামীরা ভিকটিম রাকিব হোসেনকে ২১ সেপ্টেম্বরে রাত ০৮.৩০ মিনিটের দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল সাকিনস্থ হান্নানের চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে এলোপাথারি মারপিট শুরু করে।

এসময় ১নং আসামী দেলোয়ার (৪০) তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে রাকিবের পিঠের উপর দিকে ডান পাশে কোপ দিয়ে গুরুতর জখম করে এবং ২নং আসামী সজিব (২২) এর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে ভিকটিম রাকিবের বাহুতে কোপ দিয়া হাত দ্বিখন্ডিত করিয়া ফেলে। এরপর রাকিবকে এলোপাথারিভাবে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরবর্তীতে রাকিবের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই হত্যাকারীরা কৌশলে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পালিয়ে গিয়েছিল। ওই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: