আড়াইহাজারে ৩২ মন্ডপে রংতুলির আঁচড়, পূঁজার প্রস্তুতি শেষ পর্যায়ে

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

মোঃ জাকির হোসেন, আড়াইহাজার (নারায়ণগঞ্জ): সাড়া দেশের ন্যায় নারায়ণগঞ্জের আড়াইহাজারেও সনাতন সম্প্রদায়ের সর্ব ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূঁজার আর মাত্র কয়েক দিন বাকী। এরই মধ্যে পূঁজা মন্ডপ গুলোতে চলছে প্রতিমার উপর রং তুলির শেষ আঁচড়। প্রশাসন ও পূঁজ্ধাসঢ়;য় নিরাপত্তা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে মহা ষষ্ঠী উৎযাপনের মধ্য দিয়ে পূঁজা শুরু হবে বলে জানান পূঁজা সংশ্লিষ্টরা।

উপজেলা পুঁজা উৎযাপন কমিটির দেয়া তথ্য মতে এ বছর আড়াইহাজার উপজেলার ৩২ টি মন্ডপে উৎযাপিত হবে শারদীয় দূর্গা পূঁজা। মন্ডপ গুলো হচ্ছে, আড়াইহাজারে শ্রী শ্রী কালি মন্দির সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, গাজীপুরা সার্বজনীন দূর্গাপূঁজা মন্ডপ, কামরানীচর শ্রী শ্রী গৌরনিতাই আখড়া দূর্গা পূঁজা মন্ডপ, কামরানীরচর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির যুবসংঘ সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, কামরানীরচর অজিৎ কুমার দাসের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ।

এছাড়াও ঝাউগড়া কাজল দাসের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, কামরানীরচর বলরাম সূত্রধরের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, কামরানীরচর রাধা গোবিন্দ জিউ মন্দির (ক্ষিতিশ সরকারের বাড়ী) সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, গোপালদী সদাসাদি পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, গোপালদী সদাসাদি পূর্ব পাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, উলুকান্দি পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, উলুকান্দি উত্তরপাড়া কৃষ্ণ মন্দির সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, উলুকান্দি নমসূদ রপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, উলুকান্দি পূর্বপাড়া ( সাহা পাড়া) সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, উলুকান্দি পূর্বপাড়া ( দাসপাড়া)।

সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, ব্রাহ্মন্দী গোপিনাথ জিউ আখড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, মনোহরদী হারাধন পালের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, উচিৎপুরা ভৈরবদী ননি গোপাল রায়ের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, উচিৎপুরা স্বর্গীয় স্বদেশ করের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, ফতেপুর সুলতানসাদী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, সুলতানসাদী দাসপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, দুপ্তারা কালিবাড়ী শ্রী শ্রী কালি মন্দির সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, দুপ্তারা মালপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, দুপ্তারা মনিপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, দুপ্তারা পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ।

পাঁচগাও কর্মকারপাড়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, হাইজাদী রাইনাদী মানিক দাসের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, আশারামপুর পন্ডিৎ বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, আশারামপুর মন্দির বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ, কালাপাহাড়িয়া সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ ও পূর্বকান্দি কালি দাসের বাড়ী সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ।

এ বিষয়ে বিভিন্ন পূঁজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ কালে তারা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূঁজা উৎযাপন কালে সব ধরণের অপ্রীতিকির ঘটনা এড়ানো ও প্রতিহত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। রাইনাদী মানিক দাসের বাড়ী সার্বজনীন পূঁজা উৎযাপন কমিরি যুগ্ম সম্পাদক বিমল চন্দ্র দাস জানান, তাদের মন্ডপে আশেপাশের মুসলমান পরিবারের লোকজন পূঁজা দেখতে আসেন। এখানে কখনো কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এ রকম ঘটার কোন সম্ভাবনা নেই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: