৮ বছরের মাত্র দুটি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সময় দিতে পেরেছিলেন কোচ ছোটন

দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনে মাত্র দুটি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সময় দিতে পেরেছেন নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। সর্বশেষ এবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের দিন ১৯ সেপ্টেম্বর ছিল- নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটনের অষ্টম বিবাহবার্ষিকী। শুধু তাই নয়, ৮ বছর আগে বিয়ের পরপরই তিনি চলে গিয়েছিলেন অনুশীলন ক্যাম্পে। মেয়েদের কোচ হিসেবে শুনেছেন ঠাট্টা-মস্করা। তবুও অদম্য লক্ষ্যে মেয়েদের এগিয়ে নিয়ে গেছেন ছোটন। এনেছেন সাফের অবিস্মরণীয় ও ঐতিহাসিক সাফল্য।
লুইস ফেলিপে স্কলারি, জোয়াকিম লো, স্যার অ্যালেক্স ফার্গুসন, জিনেদিন জিদান কিংবা পেপ গার্দিওলা। কোচ হিসেবে মেধা-দক্ষতায় কার নামের তাশরিফ করেন না ফুটবল ভক্তরা। তাদের মানের না হলেও এদেশের মাটিতেও আছে মেধা-মনন ও উদ্দীপনার ধারে শানিত কোচ। সেরকম একজন গোলাম রাব্বানী ছোটন। সাফজয়ের পরে যাকে তুলনা করা হচ্ছে শাহরুখ খানের আইকনিক চরিত্র কাবির খানের সাথে। সাফ জয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে তুলনা করা হচ্ছে ‘চাক দি ইন্ডিয়া’ র শাহরুখ খানের চরিত্র কবির খানের সাথে।
জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমি মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা ইতোমধ্যেই তৈরি হয়ে গেছি। যাওয়ার আগেই কিন্তু বলে গেছি যে এবার আমরা ফাইনাল খেলবো। তো অবশ্যই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ওখানে গিয়ে শুধু আমরা ওদের ডেলিভারিটা নিয়েছি। প্রথমে বয়সভিত্তিক, পরে জাতীয় পর্যায়। প্রায় ১ যুগ ধরে নারী ফুটবল দলকে তিনি গড়েছেন শক্ত হাতে। ফলে, পরিবার, স্বজন কিংবা প্রিয়জনকে করেছেন সময় বঞ্চিত।
ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, সেপ্টেম্বরের ১৯ তারিখে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর আট বছর দেখা যাবে যে, হয়তো একটা বা দুইটা বিবাহবার্ষিকীতে আমি দেশে ছিলাম। এবার মেয়েরাও কমিটেড ছিল যে ওদের আন্টিকে (ছোটনের স্ত্রী) ভালো কিছু উপহার দেবে। আসার পরেই আমি লিলিকে ফোন করে জানিয়েছি যে- এবার তোমার জন্য বড় উপহার আনছি। এত এত সাফল্য যার হাত ধরে সেই মানুষটি প্রতিদিন ভাবেন কোচ হিসেবে আজ থাকলেও কাল নাও থাকতে পারেন তিনি। তবুও মেয়েদের রণক্ষেত্রে লড়তে সাহস উদ্দীপনাই যার মূলমন্ত্র।
এ প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, যেদিন থেকে আমি কোচিং শুরু করছি আমি জানি যে-আমি আজকে আছি কালকে না-ও থাকতে পারি। আমার মাথায় সবসময় কাজ করে যে, এখন যেখানে আছি সেটাকে উন্নত করা। এখন যদি আমাকে বাচ্চাদের একটা টিম ম্যানেজ করতে দেন তাহলে তিন মাসের মধ্যে চেঞ্জ দেখতে পাবেন। ইতিবাচক পরিবর্তনে বাংলাদেশ পেয়েছে রুপনা-সানজিদা কিংবা সাবিনার মত লড়াকুদের। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথটা এখনো অনেক বাকি বলেও জানান এ কারিগর।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: