‘সব আরাম নিঃশেষ হয়, বুক জ্বলতে থাকে কষ্টের আগুনে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বর্তমান প্রজন্মের কাছে অত্যান্ত জনপ্রিয় লেখক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। দেশের বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার অনুসারীর সংখ্যাও অনেক। শুক্রবার (২ সেপ্টেম্বর) তিনি তার ফেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ে নলকুপ থেকে পানি আনতে গিয়ে মরিয়ম নামের এক মেয়ের মা গুম হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
আসিফ নজরুল লিখেছেন, ‘শুক্রবার খুব সকালে উঠতে হয়না। বৃহস্পতিবার রাতে তাই আরাম করে সময় কাটাই। যা ইচ্ছে খাই, দেখি, পড়ি, যখন ইচ্ছে ঘুমাই। কিন্তু কাল রাতে কিছুই ভাল লাগে না আর। মরিয়ম মান্নান আমার কাছেও সাহায্য চেয়েছিল। নীচতলার নলকুপ থেকে পানি আনতে গিয়ে গুম হয়ে গেছে তার মা। আমি কি কিছু করতে পারি তার জন্য? না পারি না। আমি শুধু লিখতে পারি, যে লেখায় আসলে কোন কাজ হয়না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যপক লিখেছেন, ‘মরিয়ম সান্তনা পাবে এটা ভেবে তবু ‘কাজ হয় না’ লেখার কথাই ভাবি। কাল রাতে শুনি তার মাকে নিয়ে লিখতে হবে না আর। মরিয়ম উনাকে পেয়েছে, তবে বস্তাবন্দী লাশ হিসেবে। বিএনপির একটা ছেলে শাওন নাক বরাবর গুলি খেয়েছিল পুলিশের। যে পুলিশের বেতন হয় তার আর তার মতো মানুষদের করের টাকায় সেই পুলিশ সোজা গুলি করে মেরে ফেলেছে তাকে!’
তিনি লিখেছেন, ‘আমার সব আরাম নি:শেষ হয়, বুক জ্বলতে থাকে কষ্টের আগুনে। ঘুম আসে না অনেক রাত। আমি ভাবি, আহারে, মরিয়মের কি ঘুম আসবে আর কোন রাত? শাওনের বাবা মার? যে পুলিশটা মেরেছে শাওনকে, তার কি আজ রাতেও ভাল ঘুম হবে? যাদের জন্য মেরেছে শাওনকে, তাদের? মরিয়ম মান্নানের মা আর দশটা সাধারন মা-র মতো একজন মানুষ। তাকে যারা মারলো তারা কি ঘুমাবে। ঘুমায় ঠিকমতো?’
সবশেষে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ্, আমরা জানি আসল ঘুমের পর আমাদের সবার বিচার করবে তুমি! কিন্তু এই সান্তনাতেও কি নিভবে মরিয়ম আর শাওনের পরিবার বুকের আগুন? কিছু শাস্তি তাই এই দুনিযাতেই দিও আল্লাহ। শুক্রবার পবিত্র দিনে তোমার কাছে এটাই প্রার্থনা।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: