জুড়ীতে বন্যা দুর্গতদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯ পিএম

মৌলভীবাজার জেলার জুড়ীতে বন্যা দুর্গতদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য এস এম জাকির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান, রাজীব বৈদ্য রাজু প্রমুখ। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫১০ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ দেওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: