বিয়ের কথা বলে সম্পর্ক ছাত্রলীগ নেতার, পরে ব্ল্যাকমেইল

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হোসাইন মো. আফজালের সাথে ২০১৪ সালে পড়াশোনা সূত্রে এক তরুণীর সাথে প্রেম হয়। ২০১৮ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন আফজাল। এরপর অন্তরঙ্গ মুহূর্তে ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ওই তরুণী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন। চলতি বছরের ১১ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় আফজালের বিরুদ্ধে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বর্তমানে মিরপুর এলাকায় বাস করছেন।
তরুণী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগে কোনো নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তির স্থান হতে পারে না। আমি আফজালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সে আমার সাথে প্রেমে সর্ম্পকে জড়িয়েএকসঙ্গে কাটানোর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি মুখ খুললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। তরণী আরও বলেন, বিভিন্ন সময় অন্তরঙ্গ মুহূর্তে ওই ছবি ও ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে (ব্ল্যাকমেইল) বারবার একই কাজ করতে থাকেন আফজাল।
এসব অভিযোগ অস্বীকার করে আফজাল বলেন, ২০১৮-১৯ সালের দিকে আমার সঙ্গে তার (ওই তরুণী) একটা সম্পর্ক ছিল। পরে ভেঙে গেছে। এখন সে যেসব কথা বলছে, সেসব মিথ্যাচার। জিডির বিষয়ে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করেছি। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জিডির বিষয়ে সর্বশেষ আপডেট আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে হবে।
প্রসঙ্গত, জিডিতে উল্লেখ্য আছে ২০১৪ সালে পড়াশোনা সূত্রে ময়মনসিংহে তরুণীর সঙ্গে আফজালের পরিচয়। তারপর প্রেম। এরপর পড়াশোনার জন্য তরুণী ঢাকায় চলে আসেন। ২০১৮ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন আফজাল। এর পর থেকে অন্তরঙ্গ মুহূর্তে ওই তরুণীর সঙ্গে তোলা ছবি ও ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে (ব্ল্যাকমেইল) বারবার একই কাজ করতে থাকেন আফজাল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: