মোংলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫২ পিএম

মোংলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ওই চালক তার ইজিবাইকটি রাস্তার পাশের সিপিবি'র দুর্যোগ সতর্ককরণ পতাকা টানানো ষ্টিলের পাইপে ধাক্কা লাগলে পাইপটি বৈদ্যুতিক তারের উপর পড়ে তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

উপজেলার চাঁদপাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার রোকন উদ্দিন হাওলাদার জানান, রাজন শেখ (৪৮) আমার ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামের জহুর শেখের মেয়ের স্বামী। রাজন শ্বশুর বাড়ীতেই থাকেন। তিন চার দিন হলো রাজন একটি নতুন ইজিবাইক কিনে চালানো শিখছিলেন। রবিবার সকাল ৭টার দিকে বাড়ী থেকে ইজিবাইকটি নিয়ে রাস্তায় বের হলে উত্তর চাঁদপাই এলাকার তিন রাস্তার মোড়ে সিপিবির দুর্যোগ সতর্ককরণ পতাকা টানানো ষ্টিলের পাইপের সাথে ধাক্কা লাগে। এতে সেই পাইপটি পাশের বৈদ্যুতিক তারের উপর পড়লে পাইপ ও গাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। তবে ইজিবাইক চালানে হাতল প্লাস্টিক আবরণ মোড়ানো (কভার) থাকায় চালক বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার বিষয়টি তখন বুঝতে পারেননি। পরে গাড়ী থেকে নেমে হাত দিয়ে ঠেলে ইজিবাইকটি পিছনের দিকে সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হন রাজন। এ সময় ইজিবাইক ধরা অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

পরে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা রাজনকে নিয়ে হাসপাতালে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শেখ সিরাজুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, পরে মরাদেহই হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার ও স্থানীয়রা। মেম্বার রোকন বলেন, রাজন বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে। রাজন মোংলাতে তার শ্বশুর বাড়ীতে থাকতেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরিবারের কোন অভিযোগ না থাকায় দুপুর পৌনে দুইটার দিকে রাজনের লাশ আত্মীয়-স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: