গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় স্বামী শ্বশুর গ্রেফতার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

মোঃ জাকির হোসেন, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ ও এক সন্তানের জননী নুরজাহান (৩০) কে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় নিহতের স্বামী রফিক(৩৫) ও শ্বশুর আলম (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নিহত নুরজাহান ওই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, ১৩ জুন সকালে নিজ ঘর থেকে নুরজাহানের লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় নিহতের স্বামী রফিকসহ পরিবারের লোকজন বলেছিল নুরজাহান গলায় ফাঁস লাগিয়ে আত্মহতা করেছে। কিন্তু এলাকাবাসি জানায়, রফিক অন্য মেয়ের সাথে পরকিয়া ও মেলামেশার ভিডিও নুরজাহানকে দেখায়। নুরজাহান এর প্রতিবাদ করলে রফিকসহ তার পরিবারের লোকজন তাকে মানসিক ও দৈহিক ভাবে অত্যাচার করে তাকে আত্মহত্যায় প্ররোচিত করে। এ বিষয়ে আড়াইহাজার থানায় আত্মহত্যায় প্ররোচিত করার অভিয়োগে নিহতের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, নিহতের স্বামী ও শ্বশুরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: