নেত্রকোনার মগড়া নদী দখল ও দূষন রোধে বেলার আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পিএম

নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণ রোধ শীর্ষক ইস্যু বেইজ ডিসকাশনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)'র সহযোগিতায় জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

এআরএফবি'র চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে ও মুহা. জহিরুল ইসলাম অসীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান, বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ চন্দ্রসহ অন্যান্য সাংবাদিক, এডভোকেট, সুধীজন, পরিবেশ কর্মী ও সমাজকর্মীবৃন্দ।

এ সময় বেলার কার্যক্রম নিয়ে আলোচনা করেন গৌতম চন্দ চন্দ্র, কী-নোট পেপার ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বেলার নেটওয়ার্ক মেম্বার কৃষিবিদ মুসতাসিম বিল্লাহ।

পরে অংশীজনরা মগড়ার নদী দখল ও দূষণ রোধ ও করনীয় নিয়ে এক বিশদ মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: