বেপরোয়া ডাম্পার চাপা দিয়ে মারল কলেজ-ছাত্রকে

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

কক্সবাজারের রামুতে বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় মোহাম্মদ হোসাইন মক্কী নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ-ঘটনায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহত হয়েছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রামু উপজেলার তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন মক্কী কক্সবাজার সিটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার মো: আবু সোলেমান ভুলুর ছেলে।

তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেছবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাম্পারের ধাক্কায় কলেজছাত্র মারা গেছে শুনেছি তবে গাড়িটা দ্রুত চলে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি।

তিনি আরোও জানান, টেকনাফ থেকে বাইক-যোগে তারা দুই বন্ধু কলেজের উদ্দেশ্যে আসার সময় তুলাবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হোসাইনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: