ফরিদপুরে পৃথক অভিযানে গ্রেফতার ৬, মোটরসাইকেল ও মাদক উদ্ধার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

ফরিদপুরে পুলিশের পৃথক অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, ৫'শ পিস ইয়াবা, বেশ কিছু মোবাইল ফোন ও নগদ চার লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিয়ের মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় পুলিশ সুপার মো. শাহজাহান জানান, ফরিদপুরের একটি জুট মিলের মালিক বাদী হয়ে গত মার্চ মাসে প্রতারণার একটি মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতাকাল শনিবার দিবাগত রাতে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ের হোটেল গার্ডেন ভিউ আবাসিক হোটেল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। তারা জুট মিলের মেশিনপত্র দেবে বলে জুট মিলের মালিকের কাছ থেকে দুটি চেক এর মধ্যে একটি চেকের ২২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে তারা পলাতক ছিল। আটককৃতরা হলেন নরসিংদী জেলার রাসেল ওরফে মোহাম্মদ মিনার মিয়া চৌধুরী, চাঁদপুর জেলার আবুল ওরফে সুমন ওরফে ফারুক, মাদারীপুর জেলার মিজান ও ময়মনসিংহ জেলার জাকিরুল ইসলাম।

অপরদিকে গতকাল শনিবার দিবাগত রাতে ফরিদপুরের স্টেশন বাজার এলাকা থেকে দুজনকে ৫'শ পিস ইয়াবাসহ আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলার মো. ইমরান শেখ ও কোতোয়ালী থানার মোহাম্মদ বাহাদুর বিশ্বাস।

পৃথক দুটি ঘটনার আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, আটককৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

এদিকে জেলায় নতুন পুলিশ সুপার যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি। যার ধারাবাহিতায় ফরিদপুরে একের পর এক মাদকের আসামি এবং মাদক উদ্ধারের ঘটনা ঘটছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: