সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে বইছে সুচিকিৎসার সুবাতাস

মাজহারুল ইসলাম, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) থেকে: ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে ঐতিহাসিক প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ। ঢাকা থেকে অল্প কিছু মাইল দূরে হলেও স্বাস্থ্যখাতে ছিলো অব্যবস্থাপনা। সাড়ে ৫ লক্ষ মানুষের বসবাস করা সোনারগাঁয়ে ছিলো একটি মাত্র সরকারী হাসপাতাল। যেখানে ছিলো নামে মাত্র চিকিৎসা সেবা।
ছিল ডাক্তার সংকট, ডাক্তার থাকলে হাসপাতালে আসেন না। অনেকের আবার চাহিদা দিয়ে হাসপাতাল ছেড়ে অন্য কোন হাসপাতালে চলে যাওয়া, বেডের অভাব, প্রয়োজনীয় টেস্টের অভাব, ঔষধ সংকট ও অনিয়মসহ ছিলো অবকাঠামোর অভাব। সকল প্রকার সমস্যা কাটিয়ে সু-চিকিৎসার সুবাতাস নিয়ে এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা হাসপাতাল থেকে উন্নীত হয়ে ৫০ শয্যা হাসপাতলে রূপ নিয়েছে। সাথে যোগ হয়েছে প্রয়োজনীয় বিশাল ভবন, প্রয়োজনীয় লোকবল, ডাক্তার-নার্সসহ আধুনিক যন্ত্রপাতি ও উন্নত মানের ল্যাব।
জানা গেছে, স্বাধীনতার পূর্বে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ হয়। পরেবমুক্তিযুদ্ধের জন্য কাজ কিছুটা বিলম্বিত হওয়ার পর ১৯৭৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের যাত্রা শুরু করে। প্রথমে স্বল্প পরিসরে স্বাস্থ্য সেবা শুরু হলেও পরবর্তিতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। এই ২০ শয্যা হাসপাতাল নিয়ে দীর্ঘদিন সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। হাসপাতালটি প্রতিষ্টার পর থেকে সু-চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে সোনারগাঁবাসী। রাজধানীর এতো কাছে হওয়া সত্ত্বেও হাসপাতালটিতে রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম। প্রয়োজনীয় ডাক্তার নার্স, ঔষধ, বেড উন্নত মানের যন্ত্রাংশ ও অপারেশন থিয়েটার না থাকার কারনে স্বাধীনতার পর থেকে চিকিৎসা বঞ্চিত হয়ে এসেছে এখানকার মানুষ।
হাসপাতাল সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের তদারকি না থাকার কারণে ধীরে ধীরে হাসপাতালটি দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছিল। তবে সকল শঙ্কা কাটিয়ে এবার ২০ শয্যা হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। গত ৪ঠা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত ভবনের উদ্ধোধন করা হয়। ভবনটি উদ্ধোধন করেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বর্তমানে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন, ডেন্টাল, হোমিওপ্যাথী, গাইনী, মা ও শিশুসহ ১২জন চিকিৎসক নিয়মিত চিকিৎসা প্রদান করে আসছেন। এছাড়া হাসপাতাল ল্যাবে ২০টি বেশী রোগের পরিক্ষা করা হয়। হাসপাতাল থেকে বহি:বিভাগ ও জরুরী বিভাগে ২৭টি ঔষধ দেয়া হয়। এছাড়া বিভিন্ন সমস্যায় ভর্তিকৃত রোগীদের তিন বেলা খাবার দেয়া হয়।
পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নবনুর হোসেন সাবিক জানান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোনারগাঁবাসী ছাড়াও আড়াইহাজার ও মেঘনা থানা থেকে অনেক লোক চিকিৎসা নিতে আসেন। সংশ্লিষ্টদের সুদৃষ্টি না থাকার কারণে দীর্ঘদিন যাবত সোনারগাঁবাসী সু-চিকিৎসা থেকে বঞ্চিত ছিলো। এখন হাসপাতালটি ২০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়াতে সেবার মান বৃদ্ধি পাবে। সেই সাথে পূর্বের ন্যায় যাতে হাসপাতালটিতে কোন অনিময় না হয় সে জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়াও তিনি বলেন, গর্ভাবস্থায় মা বোনরা হাসপাতালে এসে হয়রানির শিকার না হয়ে যাহাতে সঠিক চিকিৎসা পেতে পারে সেদিকে কতৃপক্ষের সুদৃষ্টি দিতে হবে।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজিব রায়হার জানান, প্রান্তিক জনগোষ্ঠির সেবা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ শয্যা হাসপাতাল থেকে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করেছেন। এখন সোনারগাঁবাসীর সেবা নিশ্চিত করতে নতুন করে অত্যাধুনিক অপারেশন থিয়েটারসহ অন্যান্য যন্ত্রাপাতি স্থাপন করা হবে। এছাড়া নতুন করে কার্ডিওলোজি, অর্থোপেডিকস, শিশু, আই বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেয়া হবে। তিনি জানান, সকল বিভাগ এক সাথে চালু হলে সাধারণ চিকিৎসার জন্য সোনারগাঁবাসীকে কষ্ট করে ঢাকার অন্যকোন হাসপাতালে যেতে হবে না।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জেন মশিউর রহমান জানান, সোনারগাঁবাসী সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। সে জন্য হাসপাতালটিকে ২০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এখন থেকে সোনারগাঁবাসী সোনারগাঁ থেকেই উন্নত চিকিৎসা পাবে। এছাড়া হাসপাতালের অনিয়ম দূর করার লক্ষ্যে কাজ শুরু করেছি। এখন থেকে ডাক্তাররা নিয়মিত ভাবে রোগীদের সেবা দিতে বদ্ধপরিকর।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: