করতোয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ২৯

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ এএম

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও তিন মরদেহ উদ্ধার হয়েছে। পঞ্চগড় ফারয়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৮ কিলোমিটার ভাটিতে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি এবং আরও ৩৫ কিলোমিটার ভাটিতে দিনাজপুরের খানসামা ফায়ার সার্ভিস দল করতোয়ার জিয়া ব্রিজের কাছে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থলের কাছাকাছি জালিয়াপাড়া এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এ নিয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মোট ২৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি মরদেহ উদ্ধার করেছেন। আরও কিছুটা ভাটিতে দিনাজপুরের খানসামা ফায়ার সার্ভিস দল একজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে বলে আমাদের কাছে খবর এসেছে। তবে এখনও উদ্ধারকৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট সোমবার সকাল থেকে ঘটনাস্থলের আশেপাশে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সকাল ৮টা পর্যন্ত ঘটনাস্থলে নতুন করে কোনও মরদেহ উদ্ধার হয়নি। নদীর ওই অংশে পানির তীব্র স্রোত লক্ষ করা গেছে। এখনও অ‌নে‌কে নি‌খোঁজ র‌য়ে‌ছেন ব‌লে নদী তী‌রে অ‌পেক্ষমান স্বজন‌দের সূ‌ত্রে জানা গে‌ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: