ডলারের বিপরীতে রেকর্ড দরপতন পাউন্ডে

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৩ পিএম

মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দপরতন হলো ব্রিটিশ পাউন্ডের। সোমবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে পাউন্ডের দর দাঁড়ায় ১ দশমিক শূন্য ৫ ডলার। এর ফলে এক মার্কিন ডলার সমান শূন্য দশমিক ৯৫ পাউন্ড হয়েছে। যা ১৯৭১ সাল থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বনিম্ন। ধারণা করা হচ্ছে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের মান আরো কমে যেতে পারে।

চলতি বছরের প্রথম দিন এক ডলারের মান ছিলো ০.৮৭ পাউন্ড। গতকাল রবিবার এক মার্কিন ডলারের মান ছিলো ০.৯৩ পাউন্ড। মাত্র এক দিনের ব্যাবধানে রেকর্ড পরিমাণে কমেছে পাউন্ডের মান। আজ এক ডলারের বিপরীতে গুনতে হচ্ছে ৮১.৪৯ রুপি। গণমাধ্যমের খবর ইউক্রেনে রুশ হামলার মধ্যে এবারের শীতে জ্বালানি সংকটের ঝুঁকি রয়েছে। বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে ডলারের বিপরীতে ইউরোর মানও ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

বিশেষজ্ঞদের মত, করের হার কমানোর জন্য অর্থবাজারে এর প্রভাব পড়েছে। গতকাল শুক্রবার ৪৫ বিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষণা করেন নতুন ব্রিটিশ অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারটেং। যাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ করের হার কমানো হয়েছে। জনগণের জীবনযাপন সহজ করতে এমন পদক্ষেপ বলে দাবি দেশটির নতুন সরকারের। সূত্র - বিবিসি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: