মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির মামলায় গাইবান্ধায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মেহেদী হাসান এ নির্দেশ দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ২০১৭ সালে ১১ ডিসেম্বর গাইবান্ধার আমলি আদালতে মাহমুদুর রহমানকে আসামি করে মামলাটি করেন। মামলা নং ৫৮৩/১৭। দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা না দেওয়ায় আদালত চার্জ গঠন করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত 'গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু, তাঁর কন্যা, নাতনিসহ পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করা হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করা হয়েছে। বঙ্গবন্ধু বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা এবং শেখ হাসিনা গণমাধ্যমের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: