পীরগাছায় একই দিনে দুই জনের মৃত্যু

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪ পিএম

রংপুরের পীরগাছায় বিদ্যুতায়িত হয়ে আল-আমিন সরকার আশা (২২) ও আবুল হোসেন (৫৫) নামের একজন পুকুরে মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন। আল-আমিন সরকার আশা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় (কারবালা) গ্রামের সাগর আলীর ছেলে। আবুল হোসেন একই উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের কিসামত (বড় ঝিনিয়া) গ্রামের কলিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান।

জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় (কারবালা) গ্রামের সাগর আলীর ছেলে আল-আমিন সরকার আশা সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য মর্টারের তার ঠিক করছিলেন। এমন সময় বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে এর আগে বেলা ৩টায় পীরগাছা সদর ইউনিয়নের কিসামত (বড় ঝিনিয়া) গ্রামের কলিম উদ্দিনের ছেলে আবুল হোসেন পুুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন বলে এলাকাবাসী জানায়। তারা আরও জানায়, আবুল হোসেনের লাশ পানিতে ভাসতেছিল আর তার পরনের লুঙ্গি আলাদা ছিল। তবে আবুল হোসেনের মাথায় সমস্যা ছিল বলে জানা গেছে।

পীরগাছা থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, আল-আমিন সরকার আশার মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: