শেখ রাজেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে ইসলাম নিয়ে কটূক্তি করায় কিশোর আটক

                       
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তির অভিযোগে অভি চক্রবর্তী (১৭) নামে এক কিশোরকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশ। অভি চক্রবর্তী সরাইল উপজেলার কালিগচ্চ গ্রামের মৃত খোকন চক্রবর্তীর ছেলে। প্রায় ১৫ বছর আগে নাটঘর মন্দিরের পুরোহিতের দায়িত্ব পান খোকন চক্রবর্তী। এরপর থেকে তারা এখানে বসবাস করে আসছে।

জানা যায়, সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নামাজ নিয়ে স্ট্যাটাস দেন তুষার নামে এক মুসলিম। তার স্ট্যাটাসটি ছিল- ‘তুমি নামাজ পড়া শুরু কর, নামাজ তোমাকে বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ্।’ তার এই পোস্টের কমেন্টসে নামাজ ও আল্লাহকে নিয়ে কটূক্তি করে অভি চক্রবর্তী।

বিষয়টি স্পর্শকাতর হওয়ায় স্থানীয়রা দ্রুত নবীনগর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলামের নেতৃত্বে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার, শিবপুর পুলিশ ফাঁড়ির এসআই বাছিরসহ পুলিশ সদস্যরা অভিযুক্ত কিশোর অভিকে গ্রেফতার করে নবীনগর থানায় নিয়ে আসেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বিডি২৪লাইভকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় অভি চক্রবর্তী নামক এক কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]