মুকুটকে অব্যাহতি দিল জেলা আ,লীগের সভাপতি ও সম্পাদক, মুকুটের পাল্টা বিবৃতি

সুনামগঞ্জে জেলা আ,লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ গ্রহণ করায় সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠিয়েছেন জেলা আ,লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা আ,লীগের দপ্তর সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উজ্জল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। অপর দিকে বিকেলে নুরুল হুদা মুকুট পাল্টা এক বিবৃতিতে এই সিদ্ধান্ত গঠনতন্ত্র মোতাবেক নয়, এই সিদ্ধান্ত দলের নেতা কর্মীরা গ্রহণ করেনি বলেও দাবি করেছেন নুরুল হুদা মুকুট।
এই অব্যাহতি ও পাল্টা বিবৃতি নিয়ে নিজ নিজ সমর্থিত নেতা কর্মীরা ভিন্ন ভিন্ন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার দিচ্ছে। জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশ না নেওয়ায় সুনামগঞ্জে নির্বাচনী মাঠে খেলা শুরু হয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। সোমবার প্রতীক বরাদ্দের দিনেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতি ও নির্বাচনী মাঠ।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উজ্জল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,সংগঠনের সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন স্বাক্ষরিত যৌথ পত্রে সংগঠনের সহসভাপতি নুরুল হুদা মুকুটকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করায় গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা বলে সুনামগঞ্জ জেলার সহ সভাপতি পদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বললেন, সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণার পরও নুরুল হুদা মুকুট মনোনয়ন দিয়েছেন। আমরা জেলা কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে তাকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেছি। তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নি। বিষয়টি রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানানো হয়। ওবায়দুল কাদেরের নির্দেশনা অনুযায়ী জেলা কমিটির পক্ষ থেকে তাকে দলের সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির এই চিঠি নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমিটিকে পাঠানো হবে।
এদিকে, বিকালে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরল হুদা মুকুট স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এমন চিঠিকে অসাংগঠনিক ও সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটারণকে বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যে এরকম প্রপাগান্ডা চালানো হচ্ছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন ব্যতিরেকে জেলা কমিটির কোন সদস্যকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করার কোন এখতিয়ার জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক কতৃর্ক দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অগঠনতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হবে। সভায় সদস্যগণের মতামত নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর কথা মুকুট বিবৃতিতে উল্লেখ করেন।
এদিকে,আগামী ১৭ অক্টোবর সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দের দেয়া হয়েছে। আ,লীগের মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আ,লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন প্রতিক পেয়েছেন ঘুড়া। অপর দিকে,দলীয় বিদ্রোহী সুনামগঞ্জে জেলা আ,লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট নির্বাচনে প্রতিক পেয়েছেন মটর সাইকেল।সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সরক্ষিত মহিলা সদস্য পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে সেলিনা বেগম পেয়েছেন হরিণ, মোছা তাছমিনা বেগম পেয়েছেন ফুটবল ও আইরিন মাইক প্রতীক পেয়েছেন।
২ নং ওয়ার্ডে সুলতানা রাজিয়া হরিণ এবং মোছা খালেদা আক্তার ফুটবল এবং বীনা জয়নাল টেবিলঘড়ি প্রতীক পেয়েছেন, ৩ নং ওয়ার্ডে জুবিলী বেগম মাইক, সানজিদা নাসরীন দিনা ফুটবল ও ফৌজিয়ারা বেগম লাটিম প্রতীক পেয়েছেন, ৪ নং ওয়ার্ডে সেলিনা আক্তার ফুটবল ও মোছা নুরুন্নাহার হরিণ প্রতীক পেয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে চন্দন খান তালা, মো. এনামুল হক বৈদ্যাতিক পাখা, মো. ফেরদৌসুর রহমান হাতি, ২ নং ওয়ার্ডে আব্দুস সালাম তালা ও পরিতোষ সরকার হাতি, ৩ নং ওয়ার্ডে মেহেদী হাসান উজ্জ্বল টিউবওয়েল ও মো মুজিবুর রহমান তালা, ৪ নং ওয়ার্ডে মো. আক্তারুজ্জামান মিরাশ হাতি, মো. মহিবুর রহমান টিউবওয়েল ও মো. হোসেন আলী তালা, ৫ নং ওয়ার্ডে শাহানা আল আজাদ টিউবওয়েল, মো. মিসবাহ উদ্দিন ঘুড়ি ও দ্বিপক তালুকদার তালা, ৬ নং ওয়ার্ডে মো. নাজমুল হক তালা, আব্দুল্লাহ আল বাকী আজাদ টিউবওয়েল, রায়হান মিয়া হাতি, ৭ নং ওয়ার্ডে টিকেন্দ্র চন্দ্র দাস বক, ব্রজলাল দাস ঘুড়ি, আব্দুস সালাম তালা, বাদল চন্দ্র দাস টিউব ওয়েল, মো. জামান চৌধুরী হাতি, ৮ নং ওয়ার্ডে মাহতাব উল তালুকদার তালা, মো. সিরাজ উদ্দীন ঘড়ি, হারুন মিয়া টিউবওয়েল, ৯ নং রুকুনুজ্জামান ঘুড়ি, মনিরুজ্জামান বারী টিউবওয়েল, ১০ নং ওয়ার্ডে আব্দুল কাদির হাতি, মো. মনির উদ্দিন তালা, ১১ নং ওয়ার্ডে মো, রফিকুল ইসলাম বক, মো. আব্দুল খালেক তালা এবং ১২ মো. আব্দুস সহিদ মুহিত টিউবওয়েল, সাহেদ মিয়া তালা, আব্দুল খয়ের ঘুড়ি প্রতীক পেয়েছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: