পাংশায় বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে ফারিয়া

রাজবাড়ীর পাংশা উপজেলা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন ফারিয়ার আয়োজনে বেতন- ভাতা ও টিএ, ডিএ বৃদ্ধির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন পাংশা উপজেলা ফারিয়া। মঙ্গলবার কেন্দ্রীয় ফারিয়ার নির্দেশে সারা দেশের ন্যায় রাজবাড়ীর পাংশাতে কর্মরত ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা বিভিন্ন দাবীতে ঘন্টাব্যাপী পাংশা শহরের মালেক প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন- সরকার দেশের বৃহৎ কল্যানের স্বার্থে জালানি তৈলের দাম বৃদ্ধি করেছেন, সেই সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় নিত্য পূন্যের মূল্যে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে, আমাদের পেশাগত দায়িত্ব পালনে মটর সাইকেল অপরিহায্য একটি বাহন, বিধায় প্রতিনিয়ত আমাদের ক্রয় ক্ষমতা উর্ধে গিয়েই জ্বালানী তেল কিনে বিশাল আর্থিক সংকটে পড়তে হচ্ছে।
এ ছাড়াও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন ভাবেই বেড়ে চলছে। ফলশ্রুতিতে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পুরনে বড় ধরনের বিপাকে পড়ছি। তাই আমরা নিরুপায় হয়ে বেতন-ভাতা টিএ,ডিএ বৃদ্ধির দাবীতে আজ রাস্তায় নেমেছি।
পাংশা উপজেলা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র সভাপতি মোঃ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সহ-সভাপতি রাসেল মিয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র সাধারণ সম্পাদক আবু নাছের খান সাবান, সহ-সভাপতি নাজমুল হুদা, যুগ্ন সাধারণ সম্পাদক, পলাশ ইকবাল, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাবেক নেতা মোঃ সোয়াদুর রহমান সোয়াদ প্রমুখ।
এ সময় পাংশা রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’ র সকল কর্মকর্তা ও পাংশায় কর্মরত সকল কোম্পানীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: