নাগরপুরে সহবতপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে শান্তিপূর্ণ ভাবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সহবতপুর কাজী মৌলভী মো. মোকাদ্দেস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরু সরকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংদস সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান খান মিরন, সম্মানিত সদস্য তারেক শামস খান হিমু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী, সদস্য ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, ঢাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম. সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ ৯টি ওয়ার্ডের ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। বিকেলে ৫টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত ২য় অধিবেশন চলছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: