রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে সুইসাইড নোট

স্বামীর বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর মুগদা থানার মানিক নগর এলাকায় তার স্বামীর ভাড়া বাসায় ফ্যানের রোডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। ছন্দা রায় নামে ওই তরুণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (২০১৫-১৫) সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাসায় ঠাকুরগাও জেলায়। সে তার স্বামীর সাথে ঢাকার মুগদায় ভাড়া বাসায় থাকতেন।
এ খরব নিশ্চত করে ছন্দা রায়ের মেজো বোন দ্বীপা রায় জানান, তিন মাস আগে তার বোনের পছন্দের ছেলের সাথে তারা তাকে বিয়ে দেয়। তার স্বামী উত্তম কুমার রায় বাংলাদেশ ব্যংকের উপ-পরিচালক হিসেবে কর্মরত। চাকরি সূত্রে স্বামীর সাথে ঢাকায় থাকতেন তার বোন। গতকাল (সোমবার) বিকেলে নিজ রুমের ফ্যানের রোডের সাথে ওড়না পিছিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, তার বোন মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন। তাতে লিখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। আমি তার হাতের লেখার সাথে মিলিয়ে দেখেছি এটা ওরই হাতের লেখা। এ বিষয়ে ছন্দা রায়ের স্বামী উত্তম কুমার রায় বলেন, আমি অফিস থেকে দুপুরে ছন্দাকে বারবার ফোন দিচ্ছিলাম। কিন্তু সে রেসপন্স করেনি। বিকালে এসে দরজা ভিতর থেকে আটকানো ছিলো। বারবার বলার ও দরজা না খোলায় আমি বাসার কেয়ারটেকারকে নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখি ও( ছন্দা রায়) সুইসাইড করেছে।
এদিকে এ ঘটনায় ছন্দা রায়ের নিজ বিভাগের শিক্ষার্থীরা তার মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করছেন। সুষ্ঠু তদন্তের দাবি ও দোষীদের বিচারের দাবিতে আজ বেলা ১২ টায় মানববন্ধন করবেন তারা। এ ঘটনার দুঃখ প্রকাশ করে বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান বলেন, আমি মৃত্যুর খবর শুনে আমরা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা মেনে নিতে পারছি না। তিনমাস হলো বিয়ে হলো এর মধ্যেই সে আত্মহত্যা করেছে। কি এমন হয়েছে তার সাথে জানি না। তার মৃত্যুও জন্য সমাজ, পরিবার ও তার স্বামী দায়ী। আমরা আসল সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে বেলা প্যারিস রোডে মানববন্ধন করবো বলে জানান তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: