টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ এএম

গাজীপুরের টঙ্গীতে মালবাহী কন্টেইনার বগি লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুর মোহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুর মোহাম্মদ খান বলেন, বুধবার ভোরে মধুমিতা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী কনটেইনারের একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।

তিনি আরও জানান, অপর এক লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। তবে এ কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: