আ.লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী পালন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ জন্ম বার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা মোঃ জিল্লুল হাকিম এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ, কে, এম শফিকুল মোরশেধ আরুজ, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র অতুর সরদার, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুদ মিয়া, পাংশা উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল হাকিম রুমী, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজিব হোসেন, বাহাদুপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মামুন খান, বাবপুড়া ইউপির চেয়ারম্যান ঈমান আলী সরদার, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, কশবামাজাইল ইউপি চেয়ারম্যান শাহরিয়ার মাহামুদ সুফল, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খান, শরিষা ইউপি আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, মৌরাট ইউপির

চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকগনসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান মন্ত্রী শেখ হানিরার দীর্ঘায়ু কামনা কওে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: