শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৬ পিএম

‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে পূণরায় একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় র‍্যালী পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার। র‍্যালীতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা তথ্য অফিস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বিএনসিসি ও রেডক্রিসেন্ট এর সদস্যগণ অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবুবক্কর সিদ্দিক, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে, নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারাম্যান মোকছেদুর রহমান লেবু। সভার শুরুতে তথ্য অধিকার দিবসের কার্যকারিতা ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুল হক, সনাক সহ-সভাপতি জোবায়দা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: