গোপালপুরে দুর্গাপূঁজা উপলক্ষে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূঁজা ২০২২ উপলক্ষে গোপালপুর থানার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে থানা প্রাঙ্গণে উপজেলার সকল পূঁজা উযদাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূঁজা চলাকালীন সময়ের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক অলোচনায় প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

উল্লেখ্য, গোপালপুর উপজেলায় এবছর ৪৯টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: