বাগেরহাটে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম

বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) আসর-বাদ রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে একটি র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সাধনার মোড়, শালতলা, প্রেস-ক্লাব, শহীদ মিনারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেয়ে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আওয়ামী লীগ নেতা সেলিম কাজী, সরদার ফখরুল আলম সাহেব, অম্বরিশ রায়, অমিত রায়, নাজমুল কবির ঝিলাম, আহাদ উদ্দিন হায়দার, হাওলাদার মাহফুজুর রহমান,বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড সীতা রানী দেনাথ,সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, যুব মহিলা লীগের সভাপতি এ্যাড লুনা সিদ্দিকি, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, ছাত্র লীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ার সুলতান ওশানসহসহ আওয়ামীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: