কোভিড-১৯ প্রতিরোধে মসিক'র বিশেষ টিকাদান ক্যাম্পেইন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে চলছে ১৮ বছর ঊর্ধ্ব নাগরিকদের কোভিড ১৯ প্রতিরোধে সিনোভ্যাক টিকাদান ক্যাম্পেইন।
সরকারের সিদ্ধান্ত মোতাবেক মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় এ ক্যাম্পেইন বুধবার (২৮ সেপ্টেম্বর) ছাড়াও আগামী ৩ ও ৪ অক্টোবর পরিচালিত হবে।

ওয়ার্ড কার্যালয়সমূহে চলমান এ কার্যক্রম আজ পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এছাড়াও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ এ সময় জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতোমধ্যে কোভিড ১৯ টিকাদানে লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ মানুষকে টিকা দিতে সমর্থ হয়েছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে বাদ পড়া নগরিকদের টিকা প্রদানে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরগণ বাড়িতে বাড়িতে এ ক্যাম্পেইন এর বার্তা পৌঁছে দিচ্ছেন।

তিনি আরও জানান, আগামী ৩ অক্টোবরের পরে প্রথম ডোজ বন্ধের একটি সিদ্ধান্ত রয়েছে। তাছাড়া করোনা সংক্রমণ সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। তাই যারা এখনো কোভিড ১৯ টিকা নেননি তাদের দ্রুততম সময়ে টিকা নিতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: