হালুয়াঘাটে ৩০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৯ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর ব্র্যাক অফিসের সামনে তল্লাশি চালিয়ে মদসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনকারী একটি মাহিন্দ্র আটক করা হয়।

হালুয়াঘাট থানার এসআই আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, হালুয়াঘাট উপজেলার পূর্ব কাচারী পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. জোবায়ের হোসেন (২০) ও একই উপজেলার আকনপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে জুবায়ের হোসেন ওরফে জনি (৩০)।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খাঁন জানান, হালুয়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: