ঘুরে এসে খাবে বলে ছেলে গেল রেললাইনে, রান্না শেষে মা পেলেন মরদেহ

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার স্বরপুর রেলগেট এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম রাসেল (২২)। সে বাগাতিপাড়া সদর উপজেলার শ্রীরামপুর এলাকার জমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনর মতো আজ ভোরে মা ও ছেলে ঘুম থেকে ওঠেন। মা জানফুল তার জন্য ভাত রান্না করতে বসেন। আর রাসেল বাইরে থেকে ঘুরে আসার কথা বলে বাড়ির কাছে রেল লাইনের ধারে যান। এসময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।এদিকে, রাসেলের ফিরতে দেরি হচ্ছে দেখে প্রতিবেশীদের সঙ্গে ছেলেকে খুঁজতে গিয়ে রেল লাইনের ওপর পড়ে থাকতে দেখেন জানফুল বেগম। পরে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: