চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

চুয়াডাঙ্গার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান (৩০) ও মামাতো ভাই হৃদয় (২৪) নামের দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা ছয়ঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- জেলার দামুড়হুদা উপজেলার জয়রাপুর গ্রামের সেন্টার পাড়ার ফারুক হোসনের ছেলে রায়হান (২৪) ও দর্শনা থানার বাড়াদীর, মদনা গ্রামের হোসেন আলীর ছেলে হৃদয় (২৪)। তারা একে অপরের মামাতো ভাই।
নিহতের পরিবার থেকে জানা যায়, বাড়াদি গ্রাম থেকে দুজন মোটরসাইকেলযোগে জয়রামপুরে নিজ কাজের জন্য যাচ্ছিল। এসময় ছয়ঘরিয়া গ্রামের মধ্যে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান ও হৃদয় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করে। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় হোসেনও মারা যায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর রায়হানকে ও পরে হৃদয় হোসনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনা জেনেছি। আহত হয়েছেন আরও একজন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, বিকাল ৪টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া নামক স্থানে অবৈধযান লাটাহাম্বার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লাটাহাম্বারের ৫ শ্রমিক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুরের বাসিন্দা। এরা সবাই জেলার আলমডাঙ্গায় মাটি কাটার কাজে এসেছিল। আহতরা হলো-ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জরিলপুর গ্রামের রাজিব (৪০), একই এলাকার রোকন (৩৫), মুকুল (৩৪), রওশন (৩২) ও গিয়াসউদ্দীন (৩৬)। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: