নির্বাচকদের ছাড়াই ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম

মাত্র ২৪ ঘণ্টা পর ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নির্বাচকদের ছাড়াই ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নিউজিল্যান্ডের উদ্দেশে ফ্লাইট টিম বাংলাদেশের। টাইগারদের প্রথম গন্তব্য ক্রাইস্টচার্চ। ৭ অক্টোবর সেখানেই পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ সাকিব বাহিনীর। দ্বিতীয় খেলা ৯ অক্টোবর নিউজিল্যান্ডের সাথে। ফিরতি পর্বে পরপর দুদিন খেলতে হবে টাইগারদের। প্রথমে ১২ অক্টোবর স্বাগতিক কিউইদের বিপক্ষে। পরদিন পাকিস্তানের সাথে। পরের ম্যাচ দুটিও ক্রাইস্টচার্চে।

জানা গেছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার পর সরাসরি নিউজিল্যান্ডে জাতীয় দলে যোগ দেবেন অধিনায়ক সাকিব আল হাসান। এরই মধ্যে টিম অপারেশন ম্যানেজার পদে পরিবর্তন এসেছে। নাফিস ইকবালের স্থলাভিষিক্ত হবেন রাবিদ ইমাম যিনি মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম অপারেশন ম্যানেজারের যৌথ দায়িত্ব পালন করবেন। কিন্তু ভেতরের খবর, কোনো নির্বাচক ছাড়াই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে জাতীয় দল।

এর আগে শোনা গিয়েছিল, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও ৩০ সেপ্টেম্বর রাতে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড যাবেন। তবে সর্বশেষ খবর হলো তারা নিউজিল্যান্ড যাচ্ছেন না। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধান নির্বাচক নান্নু জানান, "নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে আমি জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি না। আমার ফ্লাইট ১৪ অক্টোবর।" নান্নু যোগ করেছেন, “আমি একা নই, জালাল ভাই (ক্রিকেট অপারেশনের প্রধান জালাল ইউনুস)ও ১৪ অক্টোবর যাবেন।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: