ছাদখোলা গাড়ি না পেয়ে মালবাহী পিকআপে ঘোরানো হলো সানজিদাদের

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪০ এএম

ময়মনসিংহে সাফজয়ী আট নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহের চুরখাই এলাকায় প্রবেশ করেন তারা। এদিন নারী ফুটবলারদের বরণ করার জন্য ছাদখোলা গাড়ি হাজির করানোর কথা ছিল জেলা ফুটবল এসোসিয়েশনের। তবে ছাদখোলা গাড়ির যোগার করতে না পারায় খেলোয়ারদের জন্য যোগাড় করা হয় ২টি পিকআ্পে। যেখানে ছিলো না ওঠার সুব্যবস্থাও। কোনোরকমে টেনেটুনে তোলা হয় সানজিদাদের। তারপর মাছ বহন করা এই পিকআপে করেই নগর প্রদক্ষিণ করেন নারী ফুটবলাররা।

সেই পিকআপে থাকা কলসিন্দুর নারী ফুটবল দলের ম্যানেজার মালা রানী সরকার ফেসবুকে একটি পোস্টের কমেন্টে লিখেন, সবচেয়ে কষ্টকর ছিল পিকআপে উঠা ও নামা। ছোটবেলায় গাছেও এভাবে উঠিনি।

বিষয়টি নিয়ে নারী ফুটবলার সানজিদা আক্তার বলেন, আমরা ঢাকাতে যে সংবর্ধনাগুলো পেয়েছি সেগুলো একটা ডিসিপ্লিনের ভেতরে ছিল। কিন্তু আমাদের শহরে তেমন গোছালো না তবে সুন্দর ছিল। আমরা যে কোনো পরিবেশের সাথেই মানিয়ে নিতে পারি। এটা আমাদের ভালো একটা দিক।

অব্যবস্থাপনার কথা স্বীকার করে নিয়েছেন ময়মনসিংহ ফুটবল এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল। তিনি বলেন, আমাদের যে মানের গাড়ি অ্যারেঞ্জ করার কথা ছিলো সেটি আমরা পারিনি। এজন্য দুঃখ প্রকাশ করছি। এছাড়াও আয়োজনে কিছু ত্রুটি হয়েছে। তবে আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। আশাকরি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এদিকে আজ শুক্রবার সকালে তাদের জেলার পুলিশ লাইনে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা শেষে কলসিন্দুরের উদ্দেশে রওনা দেবেন তারা।

সাফজয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলার হলেন- সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার। এদের মধ্যে ৬ জন সাফ ফাইনালে অংশ নেন

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: