নির্মানের ২৬ বছর পর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কার্যক্রম শুরু

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৯ পিএম

নির্মাণের পর থেকে দীর্ঘ ২৬ বছর পরিত্যক্ত ছিলো। দীর্ঘ প্রায় তিন দশকে কয়েকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদল হলেও সকল চেয়ারম্যানই তাদের নিজেদের বাড়িতে বসে অফিসিয়াল কাজ করতেন। এর মধ্যে ভবনের জানালা দরজা হারিয়ে গেছে সব।

সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত আব্দুল মজিদ মোল্লা নির্বাচিত হওয়ার পর জনগণকে দেওয়া ওয়াদা রাখতে পরিষদ কমপ্লেক্স সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলেন। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে ২৬ বছর পর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

রূপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শামসুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদ উল্লাহ তুষার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, সদস্য কে এম নাসির উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এদিকে দীর্ঘ প্রায় ৩ দশকের অব্যবহৃত ইউনিয়ন পরিষদের ভবনেই অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হবে জানতে পেরে এলাকার মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: