শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুললেন অনন্ত জলিল

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০১:৩৬ পিএম

হঠাৎ করেই নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন বুবলী। তিন দিন ধরেই বিষয়টি ঘিরে চলছে নানা জল্পনা। অবশেষে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বুবলী জানান, তার সন্তানের বাবা অভিনেতা শাকিব খান। আড়াই বছর আগে তাদের কোল জুড়ে আসেন শেহজাদ খান বীর।

বুবলির পোস্টের কিছুক্ষণ পরই শাকিব খানও দিলেন একই বার্তা, লিখলেন শেহজাদ খান বীর আমার সন্তান। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটলেও থেমে নেই আলোচনা। কবে, কোথায় শাকিবের সঙ্গে বুবলির বন্ধন, এতদিন বিষয়টি আড়াল করলেন কেন? শাকিবের সাবেক স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কী?

সিনেমা পাড়ায় সাকিব-বুবলী আলোচনা যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এই ইস্যুতে মুখ খুললেনচলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অনন্ত জলিল। বললেন, 'শাকিব খান যা করেছেন তা তার ব্যক্তিগত বিষয়। আর মিডিয়ায় যেসব কথা ও খবর এসেছে তা এই দুই-চার দিনের মধ্যেই ভুলে যাবে। মনে নেই একটা নতুন ঘটনা ঘটবে। তাহলে এই (সাকিব) মামলা চাপা পড়ে যাবে।'

শাকিব খানের সন্তানকে দ্বিতীয়বার লুকিয়ে রাখার ঘটনা চলচ্চিত্র শিল্পে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে অনন্ত জলিল বলেন, 'না, শুধু এটাই নয়'।কোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনবে। কোনটাই না। যা খারাপ, তা খারাপ। ' তারপর সাংবাদিকের প্রশ্নে হেসে ফেললেন অনন্ত। বললেন, 'সবার মঙ্গল কামনা করছি।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: