কেরানীগঞ্জে কারাগারের বন্দীর মৃত্যু, বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর স্থাপিত কেন্দ্রীয় কারাগারের কয়েদি নরেন চন্দ্র দাস (৬৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, এছাড়াও বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ।
শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ কামুচান শাহ উচ্চ বিদ্যালয় বরাবর বুড়িগঙ্গা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে হাসনাবাদ নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতনদের জন্য প্রেরণ করেছে। এ সময় নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও নেভি ব্লু টিশার্ট। লাশটি বেশ কিছুদিনের পুরনো হওয়ায় আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম।
এর আগে দুপুর ১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জাল জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার সুরেশ চন্দ্র দাসের ছেলে নরেন্দ্র চন্দ্র হঠাৎ অসুস্থতা বোধ করলে কারাগারের আবাসিক সিভিল সার্জনের পরামর্শে হাসপাতালে প্রেরণ করা হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতনদের জন্য মর্গে রাখা হয়েছে। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি তার রিসিভ করেননি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: