যশোরের পল্লীতে চালের ড্রাম থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১২:০০ পিএম

যশোর সদরের পতেঙ্গালী গ্রামের আঞ্জুয়ারার বাড়ির চালের ড্রাম থেকে সানজিদা নামের চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির মালিক আঞ্জুয়ারা বেগমকে আটক করা হয়েছে। নিহত সানজিদা একই গ্রামের সোহেল হোসেনের মেয়ে। পুলিশ জানান, পূর্বশক্রতার জেরে প্রতিবেশী সোহেলের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নিজ ঘরের চালের ড্রামের মধ্যে লুকিয়ে রাখে আঞ্জুয়ারা।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানায়, সানজিদাকে দুপুর ১২ টা থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করে সানজিদার পরিবার। পরে বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে নামে। তাদের সন্দেহ হয় আঞ্জুয়ারাকে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে লাশ ঘরের ড্রামের মধ্যে রাখা আছে বলে জানায়। এরপর ডিবি (গোয়েন্দা) পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ যেয়ে সানজিদার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই কাজী জুবাযের জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনার পরপরই আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চারবছরের শিশুর এমন করুন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। একই সাথে স্থানীয়রা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: