নড়াইলের চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ ২২ অক্টোবর

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৪:০৯ পিএম

নড়াইল বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান জন্ম বার্ষিকী উপলক্ষে ‘এস এম সুলতান নৌকা বাইচ’ আগামী ২২ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।

এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম প্রমূখ। এছাড়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগষ্ট তৎকালিন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা, পাখির কলকাকলীতে ভরা মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন শিল্পী এস এম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: