পূজার কেনাকাটায় জমজমাট কালিয়াকৈর বাজার

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৮:৫৭ পিএম

দুর্গাপূজার কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজারগুলো। পূজার কেনাকাটা করতে পোশাক ও প্রসাধনীর দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চাহিদা মতো বাহারি রকমের শাড়িসহ অন্যান্য পোশাক কিনছেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা। সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর বাজারের সব বিপণী বিতানগুলোতে রয়েছে হরেক রকমের ডিজাইনের শাড়ির পাশাপাশি সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবী, জিন্স, টি-শার্ট।

সংশ্লিষ্টার জানিয়েছেন, পোশাকের মধ্যে শাড়ি, থ্রি-পিচ এবং বাচ্চাদের পোশাক সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে এবার দুর্গাপূজায় সালোয়ার-কামিজ কম বিক্রি হচ্ছে। উপজেলার শাড়ী কুটির বস্ত্র বিতানের মালিক জানান, এবারের দুর্গাপূজার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শাড়ি। শাড়ির মধ্যে রয়েছে-জর্জেট, কাঞ্চিপুরম, গাদোয়ান, মাকসসিল, টিস্যু কাতান। প্রকারভেদে এসব শাড়ি বিক্রি হচ্ছে ১ হাজার ৪ শ’ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।

উপজেলার সফিপুর, পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কালিয়াকৈর এলাকার বিপণীবিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি। পূজার সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা তত বাড়ছে। মার্কেট করতে আসা তনুশ্রী সরকার বলেন, ‘সবসময় দেশীয় কাপড়ের পোশাক পরে থাকি কিন্তু এবার ভিন্ন ধরনের পোশাক কিনব।’

চাপাইর এলাকার সরস্বতী রানী বলেন, ‘পূজাতে নারীদের শাড়িই পছন্দ বেশি। তাই একটি জামদানী অথবা কাতান শাড়ি কিনতে মার্কেটে এসেছি। তবে গতবারের চেয়ে এবার দাম অনেক বেশি। ’

লক্ষীনারায়ণ বস্ত্রালয়ের মালিক জানান, এবারের পূজার বাজারে দেশি কাপড়ের তুলনায় বিদেশী কাপড় বেশি বিক্রি হচ্ছে বেশি। তবে দেশি কাপড়ও কিনছেন অনেকে। ক্রেতারা অনেক যাচাই-বাছাই করে কাপড় কিনছে। তাই এক দোকান থেকে আরেক দোকানে ছোটাছুটি করছে। পূজার কেনাকাটায় এবার বেশ ভিড় আছে। তিনি আরো জানান, বেশির ভাগ ক্রেতা এবার থ্রি পিস কিনছেন। তবে এক হাজার থেকে ২ হাজার টাকা দামের থ্রি পিসের চাহিদা সবচেয়ে বেশি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: