অটোরিক্সা ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১১:৫১ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এঘটনাটি রোববার দুপুরে উপজেলার ছিলিমপুর গ্রামে ঘটে। সুত্র জানায়, অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে ছিলিমপুর গ্রামের দুলাল মেম্বার ও ফয়সাল মিয়া মধ্যে কথার কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ১৮ রান রাবার বোলেট নিক্ষেপ করেন। সংঘর্ষে গুরুতর আহত রাতুল খান (২২) খলিলুর রহমান খান (৩০), সাকিব (২২), রাব্বী (১৮), তরিকুল (২২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও শাহিদুল খান (১৮), নজরুল (৪৫), কাইয়ুম (৩৫), হাদিস (৪৫), আলাল উদ্দিন (৩৫), আতিক (৩০), ওয়াসীম (৩০), মেনা মিয় (৩৫), আমিনুল (২৫), আশরাফুল (১০), আয়াত মিয়া (৭০),এমদাদুল (২২), আঃ হাকিম (৩০),সুজন (৩০),আতিকুর (২৩),সায়মন (২১), সাতু মিয়া (৫০),মাজু মিয়া (৩২), ফয়সাল (২৫), রাজিব (৩২), মিন্টু (৩৬), আবুল হাসেম (৫০), জসিম উদ্দিন (৫৫), আশরাফুল (২৬), কামরুল (৫৫), তামিম (২০), সাকিব (১৮), বায়োজিদ (৫৫), আবুল কাশেম (৪৭), হৃদয় (১৮) হাইজুল (৩৫)।

অপরদিকে কিছু রোগী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কামরুলসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে একটি সুত্রে জানা গেছে। এ সময় প্রতিপক্ষরা ইব্রাহিমের বাড়িঘর ব্যাপক ভাংচুর করেছে স্থানীয়রা জানিয়েছে। এঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময়ে আবারো সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা।

কেন্দুয়া থানা ওসি আলী হোসেন জানান, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। পুলিশও মোতায়েন রাখা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: