জমি লিখে নিয়ে মাকে বাড়ি ছাড়া করলো ছেলে

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২, ০১:১২ পিএম

রইমন নেসা। আনসার আলীর সংসারের দ্বিতীয় স্ত্রী। হঠাৎ তার স্ত্রী মারা যাওয়ার পর বিয়ে করেন রইমন নেসাকে। ভালই চলছিল সুখের সংসার। কিন্ত স্বামী মারা যাওয়া পর সমস্যা বাধে। স্বমী মারা যাওয়ার আগে তাকে কিছু জমি লিখেদেন। পরে সৎ সন্তান আফাজ উদ্দিন ও নাতি মোস্তফা তার অংশের জমি লিখে নিয়েছে বৃদ্ধ বয়সে দেখভাল করার কথা বলে। কিন্তু দেখভাল তো দূরের কথা ৬ মাস আগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার সৎ ছেলে ও নাতি। প্রতিবেশীরা রহিমনকে আশ্রয় দিয়েছিল, কিন্তু আশ্রয়দাতাকে হুমকি দেয়ার প্রতিবেশীরাও এখন আর তাকে ঠাঁই দিচ্ছে না।

এমন অমানবিক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউপির বালিয়াপাড়া গ্রামে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে মনুষ্যত্ববিহীন বাবা-ছেলে কর্মকাণ্ড দেখলেও তাদের কাছে অসহায় তারা। ৭০ বছর বয়সী রইমন বিবি উপজেলার বরমী ইউপির বালিয়াপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী। তিনি তার সৎ ছেলে আফাজ উদ্দিন ও মোস্তফা কামাল এর বিরুদ্ধে জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ এনেছেন।

ভুক্তভোগী রইমন বিবি জানান, স্বামী যখন তাকে বিয়ে করে বাড়িতে আনেন তখন ওই সন্তানরা অনেক ছোট। তিনি নিঃসন্তান হওয়ায় আগের ঘরের এক ছেলে ও তিন মেয়েকে নিজ সন্তানের মতো করে বড় করেছেন। কিন্তু শেষ বয়সে তার সঙ্গে এমন আচরণ করবে তা তিনি ভাবতেও পারেননি। সৎ ছেলে আফাজ উদ্দিন ও নাতি মোস্তফা বাড়ি থেকে বের করে দেয়ার পর এখন তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন।

এ বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানায়নি। আমি খোঁজ খবর নিয়ে রহিমনকে সার্বিক সহযোগিতা করবো।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘জমি লিখে নিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়া খুবই অমানবিক। বিষয়টি আমার জানা ছিল না। আমি বিষয়টি জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি রহিমনকে সরকারি যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: