মাদারীপুর জমিজমার জের ধরে প্রবাসীকে কুপিয়ে জখম

আরিফুর রহমান, মাদারীপুর থেকে: মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অপূর্ব শরিফ (২৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জব্বার মাতুব্বরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজনেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। রোববার দুপুরে ডিসি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত অপূর্ব শরিফ শহরের হরিকুমারিয়া এলাকার বাবু শরিফের ছেলে। তিনি ইতালি প্রবাসী ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা মায়া বেগম সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতমানা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, কুমারিয়া এলাকার মৃত আপ্তরদ্দিন মাতুব্বর ছেলে জব্বার মাতুব্বর(৫৫), শিরখাড়া এলাকার মৃত আরদ্দিন মাতুব্বরের ছেলে জলিল মাতুব্বর(৫০), থানতলী এলাকার মৃত লিয়াকত হাওলাদারের ছেলে রবিন হাওলাদার(৩০), শিরখাড়া এলাকার মৃত আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে হায়দার মাতুব্বর(৪৫), মৃত আনারদিন কারিকরের ছেলে সামান মাতুব্বর(৩০), মৃত মন্নান মাতুব্বারের ছেলে আজিম মাতুব্বর(৩০), এবং থানতলী এলাকার মৃত হোসেন মাতুব্বরের ছেলে মুরাদ মাতুব্বর(৩৫)।
ভুক্তভোগী পরিবার ও মামলার সূত্রে জানা যায়, জমিজমা, ঘরবাড়ি, ও দোকানপাটের পূর্ব দ্বন্দ্বের জেরে ডিসির অফিসের সামনে একা পেয়ে খুন করার উদ্দেশ্যে আসামীদের হাতে থাকা ধারালো ছেননা দা,রামদা,দিয়ে অপূর্ব শরিফের মাথার পিছনে তালুর নিচের দিকে কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত হাড় কাটা জখম করে। এবং বেশ কয়েকজন মিলে লোহার রড, হাতুড়ি, বাঁশ দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মক হাড়ভাঙা জখম করে চলে যায়। তার সাথে থাকা ৪৫ হাজার ৫শত টাকা, সোনার ১ ভরি চেইন যাহার বাজার মূল্য ৭৫ হাজার টাকা, ১ ভরি ব্রেসলাইট যার মূল্য ৭৫ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার মূল্যে বিদেশী একটি স্যামসাং মোবাইল জখম কারার পরে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজনেরা মিলে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে আহত অপূর্ব শরীফের মা মায়া বেগম বলেন, আমার ছেলেকে যারা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে। আমি তাদের বিচার চাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবার থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: