বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত তোয়াব খান

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খানকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গুলশান আজাদ মসজিদে আছরের নামাজের পর তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (৩ অক্টোবর) আজাদ মসজিদে চতুর্থ জানাজার নামাজের আগে তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবির খান তার জন্য ক্ষমা ও আত্মার মাগফিরাতের জন্য দোয়া চান।
তোয়াব খানের শেষ কর্মস্থল তেজগাঁওয়ে দৈনিক বাংলা কার্যালয়ে শ্রদ্ধা ও প্রথম জানাজা শেষে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় তোয়াব খান বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের উপস্থিতিতে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তোয়াব খানের মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে দুপুর একটায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও ছোট ভাই ওবায়দুল কবির খান।
ফরিদা ইয়াসমিন বলেন, তোয়াব খানের বিদায় মানে সাংবাদিকতার ইতিহাসে একটি অধ্যায়ের অবসান। তোয়াব খানের মতো সাংবাদিকের কথা বলার উপযুক্ত লোক নেই। তবু ৮ অক্টোবর সকাল এগারোটায় একটি শোকসভার আয়োজন করা হবে, যেখানে তার সহকর্মীরা শ্রদ্ধা জানাবেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: