পঞ্চগড়ে নৌকাডুবি: নিহত পরিবারকে ১৫ লাখ টাকা সহয়তা

পঞ্চগড়ের মহালয়া অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ৯ পরিবারের সদস্যদের মাঝে দেড় লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এ সহায়তার চেক ও নগদ অর্থ হস্তান্তর করেন।
এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, নিহতের পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ ৯টি পরিবারের মধ্যে কেউ ৩ লাখ, কেউ ২ লাখ আবার কেউ ১ লাখ, মোট ১৫ লাখ টাকা, খাদ্যসামগ্রীসহ ১ প্যাকেট নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশন বোর্ডের সদস্য জামাল উদ্দিন নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নাবিকদের ১৪টি লাইফ জ্যাকেট বিতরণ করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পর্ষদ সদস্য জামাল উদ্দিন বলেন, দেশের দুর্যোগ ও দারিদ্রে অসহায় মানুষকে সব সময় আর্থিক সহায়তা দিয়ে থাকি। আমাদের প্রকল্প মানবাধিকার এবং দায়িত্বের উপর ভিত্তি করে। আগামীতে নৌকাডুবিতে যারা মারা গেছে তাদের পরিবারের পাশে থাকবে আমাদের ফাউন্ডেশন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: