পাংশায় এক সাথে পুজা মন্দির পরিদর্শন করছেন ডিসি এসপি

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২, ০৮:৩২ পিএম

মহা অষ্টমীতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ আবু কায়ছার খান ও রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান পাংশার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেছেন। সোমবার পড়ন্ত বিকালে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় মন্দির ও ভাই ভাই সংঘ মন্দির প্রাঙ্গনে পৌছালে অতিথিদের বরণ করে নেয় মন্দির কমিটির সদস্যগন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন আহম্মেদ, নাঈমুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজে আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, উপজেলা পুজা পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগর, সদস্য সচিব ভজো গোবিন্দ দে, সাবেক সাধারণ সম্পাদক নির্মূল কুমার কুন্ডু, পৌর পুজা পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক লিটন কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অনিল কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ আবু কায়ছার খান, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী প্রমুখ। ভাই ভাই সংঘে আনুষ্ঠানিক ভাবে মঙ্গল প্রদ্বীব প্রজ্জলন করেন অতিথিগন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: